Download LoveSpot Theme!
Search
Home » Category » Life Story
এটা কোনা গল্প নয় একজন ভাইয়ের জীবনের সত্যি ঘটনা Posted by , 12 months ago, 50 Views

যদিও গল্পের মত অতোটা সুন্দর না তবুও এটার সার্থকতা হলো এটা একদম বাস্তব এবং সত্ত্য ঘটনা ছেলের নাম অনিক। যাকে নিয়ে কাহিনী তার নাম অনুশ্রী , অনুশ্রী কে অনিক দূর্গাপূজায় (২০১৩) প্রথম দেখেছিল. প্রথম দেখাতে অনিকের অনুশ্রী কে ভালো লাগে।এক
সময়
অনিক ওকে প্রোপোস করে।
আসলে মেয়েটি খুব
ভালো ছিলো। অনিকের
প্রস্তাব
প্রথমে রাজি হলনা।
অনিক সত্যি খুব
ভালোবেসে ছিল
অনুশ্রী কে।১মাস
পরে
অনিকের ভালোবাসার
ডাকে সারা দিল। ,
তারপর ভালো চলছিল
তাদের জিবন।
অনুশ্রী কখনো তার
অবাধ্য হয়নি।
তাকে বলতো জানু
আমি তোমাকে ছেড়ে কখনো যাবোনা,তুমি
আমাকে ঠকাবা না তো.অনিকশুধু চুপ করে কথা
শুনত আর
হাসত।:
,
অনু যখন
রেগে যেতো তাকে কুত্তা বলতো।
ওর মুখ
থেকে কুত্তা ডাক শুনতে খুব
ভালো লাগতো। ফোনে চলত
তাদের
খুনসুটি।
।তাদের প্রেমটা ভালই
চলছিলো ,
হঠাত অনিকের
বাবা অসুস্থ
মানে প্যারালাইছিস
হয়ে পড়ে ।অনেক
কষ্ট হয়
তাদের ।
মা টিওশনি করে সংসার
চালাতো ।
মায়ের একার পক্ষে তাদের
সংসার
চালান কঠিন হয়ে পরে।তাই
অনিকও
একটা ছোটখাট কাজের যোগার
করি।ওর
ফ্যামিলির অবস্থা খুব ভাল ছিল।
অনিক জানে ওদের
সর্ম্পকটা মেনে নিবে না কথনো ওর
বাবা মা। তার
বাবা অসুস্থর পর
থেকে ও
আমার সাথে যোগাযোগ
করেনি ।
ভেবেছিল হয়ত
আমি ওকে সুখে রাখতে পারবনা।
সেই দিনের পরে থেকে আর
অনুশ্রীর
সাথে তার
কথা হয়নি।সবার
সাথে যোগাযোগ করে।
কিন্তু
তার সাথে করেনা।
অনিক যোগাযোগ
করার
চেষ্টা করেছিল.
অনুশ্রী তাকে সুযোগ দেয়নি।অনিক এখননো
অনুশ্রী এর পথ
চেয়ে থাকি।
আর সারাজীবন থাকব।এখনও
ভাবি এটা কি অাদৌ ভালবাসা ছিল,নাকি
শুধুই
ছিল ছলনা।
,
তবুও
মাঝেমাঝে মনে হয়,মরে যাওয়াই
বুঝি তার
জন্য ভালো । আবার মনে হয়, ও
তো ভালোই
আছে;আমি ওর সুখ
দেখে বেচে থাকতে পারব
না কেন?? চলছেই তো,চলুক
না…আমার
মায়ের জন্য
আমাকে বেচে থাকতেই
হবে,,
আর অনিক ওকে ইন্জিনিয়ার
হয়ে দেখিয়ে দিতে চাই
গরীবরা ও কিছু করতে পারে ।
ভালবাসায় অর্থ
না, মন লাগে ।।।

Leave a Reply

Topics

Blogroll