Download LoveSpot Theme!
Search
Home » Category » Life Story
facebook এর একটি ভালোবাসার বাস্তব গল্প Posted by , 12 months ago, 63 Views

আমার এক বন্ধু, নাম নয়ন। Fb তে না
দেইখা প্রেম হইছে। মেয়ের নাম কেয়া ।
এখন দেখা করতে আসছে, আমারে সাথে নিয়া।
মেয়ের ড্রেস কোড নীল শাড়ি, নয়নের নীল
পাঞ্জাবী।
মেয়ে দেখা করতে আসছে ঠিকই
কিন্তু একা না, এরা ৩ বান্ধবী একই সাঁজে
একই রকম নীল শাড়ি পরা ।
এর মধ্যে এক মেয়ে নয়নরে কয়,
— আমাদের মধ্যে যদি কেয়া কোনটা চিনতে না
পারেন তাইলে বুঝবো আপনি রিয়েল লাভ
করেন্নি। না চিনতে পারলে, মিথ্যা
প্রেমের সাজা, কান ধরে উঠবস করাবো ।
আরেক মেয়ে কয়,
–রিয়েল লাভ মানে, না দেখেই মানুষটাকে
চিনে ফেলা । না চিনতে পারলে প্রেম শেষ।
কইলাম,
-সর্ব্বনাশ!! দোস্ত দোআ ইউনুস পড়।
— ভাই কি বিপদ!!
কেয়া কোনটা চিনার দরকার নাই। চলো ঝাইরা
দৌড় মারি।
-পাগল হইছস??
–তাইলে, তুই আন্দাজ করতো কেয়া কোনটা ??
– প্রেম করছস তুই আর আন্দাজ করমু আমি!!!
আইয়া পড়ছি বিপদে, এখন না জানি আমারেও
কানে ধরায়!!! হুহহ
এর মধ্যে ১মেয়ে ডাকলো,
—আপনাদের কথা শেষ হলে আসুন। বলুন
আমাদের মধ্যে কেয়া কে?? সময় ৫মিনিট!!!
ভালোবাসার পরীক্ষা দিন।
মিথ্যা কইরা
কইলাম,
-দেখুন কেয়া কে, তাতো নয়ন চিনতে
পারবে। নয়ন তো আসেইনি।
—তাইলে উনি কে ভায়া ??
-ওর নাম প্রিন্স । নয়নের কাজিন । নয়ন ই,
ওকে নীল পাঞ্জাবী পরিয়ে নয়ন সাঁজিয়ে
পাঠিয়েছে।
এইবার কেয়া চান্দু মুখ খুলল,
—কি নয়ন আসেনি?? ঠক , মিথ্যুক !
ছোটলোক !! আমার সাথে ঠাট্টা । এই চল
সবাই !! এদের সাথে বসে থাকবার মানেই
হয়না । আর শোনেন, নয়নকে বলবেন, আমাকে
যেনো আর ফোন না দেয় ।
আরেকজন কয়, বলছিলাম না সব fb এর ছেলেই
বাটপার !! ছেলেদের আমরা হাড়ে হাড়ে
চিনি ।
কেয়া কয়, দেখছস, বদের বাচ্চা আসেইনি। ব্লা
ব্লা ব্লা…
আরেকজন কয়, শালা মনে হয় দেখতে খারাপ
তাই আসেনি। ব্লা ব্লা ব্লা…
উরিসসালা, আমি আর নয়ন’তো টাশকিত । এই
মুখের ভাষার ছিরি !! :
পলকেই “কুটো ভেংগে দুটো হয়ে গেলো”!!
হায়রে মাইয়াপান.
একটু আগেই রিয়েল লাভের ভাষণ দিলি, আরে
কেয়া তুই নিজেই তো তোর ভালোবাসার নয়ন কে
কে চিনলি না………
.
ভালো লাগলে অবশ্যই Comment করবেন । সবাই কে ধন্যবাদ ।

Leave a Reply

Topics

Blogroll